Date 01-Dec-2024

Exam
47 Premium International Affairs-07 আন্তর্জাতিক তত্ত্ব, আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্ত:রাষ্ট্রীয় ক্ষমতা আন্তর্জাতিক তত্ত্ব: ভাববাদ, বাস্তববাদ, উদারতাবাদ, নব্য-উদারতাবাদ, মার্ক্সবাদ, মনরো-ট্র্যম্যান, মার্শাল পরিকল্পনা, ডমিনো তত্ত্ব, উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, নব্য-উপনিবেশবাদ, নব্য-সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, ও যৌথ নিরাপত্তা ও শান্তিসাম্য, হার্ড, সফট ও স্মার্ট পাওয়ার, কূটনীতি: ভিয়েনা কনভেনশন, ট্র্যাক-১, ট্র্যাক-২, ডুয়েল ট্র্যাক, ব্যাকডোর, সাইডলাইন, শাটল, পিংপং, ওলফওয়ারিওর, গানবোট, চেকবুক ড্যাপট্রেপ, কূটনীতি, আন্ত: রাষ্ট্রীয় ক্ষমতা: রাষ্ট্রের ধরন, ডিপ-স্টেট, স্যাটেলাইট স্টেট, বিগস্টেট, স্মলস্টেট, বাফারস্টেট, পরাশক্তি, আঞ্চলিক শক্তি।

Date 04-Dec-2024

Exam
47 Premium International Affairs-08 আন্তর্জাতিক নিরাপত্তা ও চুক্তি আন্তর্জাতিক নিরাপত্তা: সামরিক জোট NATO, WARSAW, CENTO, SEATO, ANZUS, QUAD ও AUKUS. নিরাপত্তা সংস্থা IAEA, OPCW, CTBTO, UNODA, Global Zero, ICAN, Interpol, সামরিক অস্ত্র: ড্রোন, যুদ্ধবিমান- ক্ষেপনাস্ত্র, ক্ষেপনাস্ত্র ও পারমাণবিক অস্ত্র। নিরাপত্তা চুক্তি: যুক্তরাষ্ট্র-রাশিয়া নিরস্ত্রীকরণ চুক্তি, NPT, CTBT, অটোয়া চুক্তি, রাসায়নিক অস্ত্র চুক্তি, JCPA Treaty. আন্তর্জাতিক চুক্তি: (মানবাধিকার চুক্তি); ম্যাগনাকার্টা, Bill of Right, Petition of Right, ওয়েস্টফেলিয়া চুক্তি, জেনোসাইড কনভেনশন, জেনেভা কনভেনশন, প্যারিস শান্তি চুক্তি। দ্বি-পাক্ষীয় চুক্তি: তাসখন্দ চুক্তি, সিমলা চুক্তি, ক্যাম্প ডেভিড, প্যারিস প্যাক্ট, আব্রাহাম অ্যাকর্ড।