About Us
চিকিৎসক মানুষের বন্ধু আর জেনেসিস চিকিৎসকের বন্ধু। একজন বিশেষজ্ঞ মেডিকেল চিকিৎসক হিসাবে আপনাকে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে জেনেসিস আপনার অতি আপনজন।
অপ্রয়োজনীয় তথ্য দিয়ে মস্তিস্ক ভারাক্রান্ত করে বা শুধু দাগানো নয়, জেনেসিস দুটো বিষয়কে সামনে রেখে কাজ করে, "এক্সাম নির্ভর প্রস্তুতি" ও "কনসেপশন ক্লিয়ারেন্স ।"
FCPS/MD/MS/MRCP/MRCS/Diploma/ Basic subjects বা যেকোন বিষয়ই হোকনা, জেনেসিসের কারিকুলাম, শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুমে অনবদ্য লেকচার, মাল্টি মিডিয়া প্রেজেন্টেশন, অপ্রতিরোধ্য শীট, প্রতিদিনের পরীক্ষা, মক এক্মামস আপনাকে প্রতিদিন একটু একটু করে গড়ে তুলবে, করে তুলবে কনফিডেন্ট।
জেনেসিস যথেষ্ট অভিজ্ঞ এটা এখন স্বীকৃত সত্য, সফলতা ছাড়িয়েছে প্রতি তিনজনে একজন ।
আর এটাও তো সত্য; বহু বছরের গতানুগতিকতার বিপরীতে এখন চলছে লেজার, ল্যাপ্রোস্কপি, মিনিমাল সার্জারীর যুগ-যার আগমন; মাত্র সেই-দিন। আমাদের যিনি যে বিষয়ে অগাধ জ্ঞান রাখেন, শেয়ারিং এ এক্সপার্ট,অনেক বছর ধরে এক্মাম-প্রশ্ন-উত্তর-সম্ভাব্যতা নিয়ে কাজ করছেন, তাদের নিয়েইআমাদের টিম। আমাদের সাথে পথ চলতে গিয়ে একটি মেসেজ আপনার মনে অবশ্যই গেঁথে যাবে; তা হল ''পরীক্ষায় সফলতার জন্য মহাজ্ঞানী হবার চাইতে প্রতিটি পেপারে প্রয়োজন কম্প্লিট প্রিপারেশন''।
তাই যেকোন সিদ্ধান্ত নেবার আগে জেনেসিসের সাবেক কোন শিক্ষার্থীর সাথে কথা বলে নিতে ভুলবেন না যেন?